Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
আটঘরিয়া জমিদার বাড়ী আটঘরিয়া জমিদার বাড়ী, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। উপজেলা সদর হতে ধানগড়া ইউনিয়ন পরিষদ প্রায় ৪ কিঃমিঃ দক্ষিণে অবস্থিত। উক্ত ইউনিয়ন পরিষদ হেত আরও ৩ কিঃমিঃ দক্ষিণে আটঘরিয়া জমিদার বাড়ী অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে আটঘরিয়া জমিদার বাড়ী যাওয়া যায়। 0
জয়সাগর দিঘি

জয়সাগর, নিমগাছি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

ঢাকা টু বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ভূইঁয়াগাঁতী নামক বাসস্ট্যান্ড নামতে হয়। ভূইঁয়াগাঁতী বাসস্ট্যান্ড হতে সিএনজি/রিক্সা/ভ্যানগাড়ী যোগে নিমগাছী বাজার হয়ে  নিমগাছি বাজার থেকে প্রায় ৫০০মিটার দূরত্ব পশ্চিম দিকে জয়সাগর দীঘিতে আসতে পারবেন।

তবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে যারা আসবেন তারা সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বর ও চান্দাইকোনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভূইঁয়াগাঁতী বাসস্ট্যান্ড নেমে সিএনজি/রিক্সা/ভ্যানগাড়ী/মোটরসাইকেল যোগে নিমগাছী বাজার হয়ে সরাসরি জয়সাগর দীঘিতে আসতে পারবেন।

0

ধুবিল কাটার মহল জমিদার বাড়ী ধুবিল কাটার মহল জমিদার বাড়ী, ধুবিল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। উপজেলা সদর হতে প্রায় ২০ কি. মি. দূরে ধুবিল ইউনিয়ন পরিষদের দক্ষিন দিকে এ কাটার মহল জমিদার বাড়িটি অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে ধুবিল কাটার মহল জমিদার বাড়ী যাওয়া যায়। 0
মকিমপুর জমিদার বাড়ীর মন্দির মকিমপুর জমিদার বাড়ীর মন্দির, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। রায়গঞ্জ উপজেলা সদর হতে উত্তরদিকে প্রায় ২ কিঃমিঃ দূরে পৌরসভার আওতাধীন মকিমপুর গ্রামে এই মন্দিরটি অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে মকিমপুর জমিদার বাড়ীর মন্দিরে যাওয়া যায়। 0
সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দির সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দির, ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। রায়গঞ্জ উপজেলা সদর থেকে রায়গঞ্জ পশু হাসপাতাল প্রায় ৩.৫ কিঃমিঃ দূরে অবস্থিত। এই পশু হাসপাতালের পশ্চিম পার্শ্বে কাচা রাস্তায় মাত্র ৩/৪ দূরে এটি অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে পশু হাসপাতাল পর্যন্ত যাওয়া যায়। ঐ স্থান হতে পায়ে হেটে সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দিরে যাওয়া যাবে। 0