Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা

 

মুক্তিযুদ্ধঃ রায়গঞ্জ থানা কে পাকিস্থানি হানাদার বাহীনির হাত থেকে শত্রু মুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের ২০ নভেম্বর রাত্রি ১.০০ ঘটিকার সময় রায়গঞ্জ থানার সন্নিকটে হানাদার বাহীনির সাথে সম্মুখ সমরে আহম্মদ হোসেন শহীদ হন।মুক্তিযুদ্ধের সময় রায়গঞ্জ উপজেলায় সংগঠিত হয়েছে বেশ কয়েকটি গণহত্যা ও সম্মুখ যুদ্ধ যা নিম্নে ছকে দেখানো হলোঃ

 

পাক হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার স্থানসমূহের তালিকাঃ

ক্র, নং

স্থান

ইউনিয়ন

উপজেলা

জেলা

০১।

গুনগাতী

ধানগড়া

রায়গঞ্জ

সিরাজগঞ্জ

০২।

মহেষপুর

০৩।

ধলজান

সোনাখাড়া

০৪।

চান্দাইকোনা

চান্দাইকোনা

পাক হানাদার বাহিনীর সহিত মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধক্ষেত্রের তালিকাঃ

ক্র, নং

স্থান

ইউনিয়ন

উপজেলা

জেলা

০১।

ব্রহ্মগাছা

ব্রহ্মগাছা

রায়গঞ্জ

সিরাজগঞ্জ

০২।

রায়গঞ্জ থানা মুক্ত করার লক্ষ্যে থানা যুদ্ধ

ধানগড়া

০৩।

ধানগড়া বাজার