ধুবিল কাটারমহল জমিদার বাড়ীঃউপজেলা সদর হতে প্রায় ২০ কি. মি. দূরে ধুবিল ইউনিয়ন পরিষদঅবস্থিত। ইউনিয়ন পরিষদের দক্ষিন দিকে এ কাটার মহম জমিদার বাড়িটিঅবস্থিত। কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সি আব্দুর রহমানতালুকদার এর আমলে এ বাড়িটি নির্মিত হয়েছে বলে জানা যায়। এ বাড়িটিরকারুকাজ খুব সুন্দর যা সেকালের নির্দশনের বাহন হিসাবে আজও দাঁড়িয়ে আছেআমাদের সামনে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস