Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ধুবিল কাটার মহল জমিদার বাড়ী
স্থান
ধুবিল কাটার মহল জমিদার বাড়ী, ধুবিল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
কিভাবে যাওয়া যায়
উপজেলা সদর হতে প্রায় ২০ কি. মি. দূরে ধুবিল ইউনিয়ন পরিষদের দক্ষিন দিকে এ কাটার মহল জমিদার বাড়িটি অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে ধুবিল কাটার মহল জমিদার বাড়ী যাওয়া যায়।
বিস্তারিত

 

ধুবিল কাটারমহল জমিদার বাড়ীঃউপজেলা সদর হতে প্রায় ২০ কি. মি. দূরে ধুবিল ইউনিয়ন পরিষদঅবস্থিত। ইউনিয়ন পরিষদের দক্ষিন দিকে এ কাটার মহম জমিদার বাড়িটিঅবস্থিত। কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা জমিদার মুন্সি আব্দুর রহমানতালুকদার এর আমলে এ বাড়িটি নির্মিত হয়েছে বলে জানা যায়। এ বাড়িটিরকারুকাজ খুব সুন্দর যা সেকালের নির্দশনের বাহন হিসাবে আজও দাঁড়িয়ে আছেআমাদের সামনে।