Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঈদগাহ মাঠ
বিস্তারিত

 উপজেলা নির্বাহী অফিসার  নিজেই পরিষ্কার ও পরিচর্যা করছেন হেলিপ্যাডে লাগানো অসংখ্য প্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছগুলো। গত দুই বছর আগেই যে যায়গা ছিলো জঙ্গলে ঘেরা শেয়ালের আবাস স্থল।সেই যায়গায় তিনি একটি সুন্দর মনোরম পরিবেশের সাথে একটি ঈদগাহ মাঠ উপহার দিয়েছেন রায়গঞ্জ বাসিকে। ঈদগাহ মাঠের চারপাশে লাগানো হয়েছে বিলুপ্ত হবার পথে থাকা হরেক রকমের ফুল-ফল ও ঔষধি গাছ। জঙ্গলের কারনে একসময় যেখানে কেউ পা ফেলতে সাহস পেত না এখন সেইখানে প্রতিদিন সকাল-বিকাল মানুষ ডায়েটকন্ট্রোল করতে হাটতে আসেন।শুধু ডায়েটকন্ট্রোলই নয় বিকেল বেলায় মনোরম পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঘুরতে আসেন অনেকেই এবং বিশাল ফাকা যায়গায় খেলতে আসে ছোট ছোট শিশু-কিশোরেরা।