রায়গঞ্জ সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দিরঃ
রায়গঞ্জ উপজেলা সদর থেকে রায়গঞ্জ পশু হাসপাতাল প্রায় ৩.৫ কিঃমিঃ দূরে অবস্থিত। এই পশু হাসপাতালের পশ্চিম পার্শ্বে কাচা রাস্তায় মাত্র ৩/৪ দূরে এটি অবস্থিত। উপজেলা সদর থেকে বাস, সি এন জি, রিক্সা, মটর সাইকেল ইত্যাদিযোগে পশু হাসপাতাল পর্যন্ত যাওয়া যায়। ঐ স্থান হতে পায়ে হেটে সান্যাল জমিদার বাড়ীর শিব দুর্গা মন্দিরে যাওয়া যাবে।প্রায় তিনশ বছর আঘে এই মন্দিরটি নির্মিত হয় বলে জানা যায়।এটি ধানগড়া ইউনিয়নের অন্তর্গত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস