Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ফুলজোড় নদী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
বিস্তারিত

যমুনার শাখা নদী ইছামতি-ফুলজোড়। রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ফুলজোড় নদীটি প্রায় ৪৬২ মিটার প্রশস্ত। এক সময় ছিল ভীষণ খরস্রোতা। নাব্য সঙ্কটে পড়ে আজ আর তা নেই। এখন মরা খালে রূপ নিয়েছে। শাশ্বত গ্রাম-বাংলার বিশেষ করে বৃহত্তর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এক সময়ের ঐতিহ্য ছিল, নদী ভরা টইটুম্বুর পানি, তাতে ছিল অফুরন্ত মৎস সম্পদ। জেলেদের জাল এক সময় ছিল ব্যস্ত। সারাদিন চলত মাছ ধরার মহা উৎসব। নদীপথে এক সময় ব্যবসায়ী পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে, পাল তোলা নৌকায় নাইওরী তার বাপের বাড়ি আসত মাঝি তার দরাজ গলায় গান ধরত ‘নাইয়ারে নায়ের বাদাম তুইল্যা ...... কোন দ্যাশে যাও চইল্যা’ সেই পথ এখন মৃতপ্রায়। বর্ষা মৌসুমে নদীর ব্যাপক বিস্তৃতি ঘটলেও শুষ্ক মৌসুমে মানুষ, গবাদিপশু সহজেই পায়ে হেঁটে এপার-ওপারে চলে যায়। বিভিন্ন কারণে নদীর স্বাভাবিক গতিধারা বাধাগ্রস্ত হয়ে ও পরিবর্তিত হয়ে একেক সময় একেক দিকে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ভাঙন প্রবনতা।